মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান..

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র উদ্যোগে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য ১০ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র উপদেষ্টা ড. কামাল উদ্দিন, সভাপতি মাহফুজুল হক মনি, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব, মহিলা সম্পাদিকা রুহি মোস্তফা, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, সিনিয়র সদস্য আইয়ুব আলী প্রমুখ।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান বলেন, ‘২১ এপ্রিল ভোরে কালবৈশাখী ঝড়ে আমার বসতঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। সেই থেকে এখন পর্যন্ত মানবেতর জীবনযাপন করছি। মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র আর্থিক সহায়তা পেয়ে আমার খুবই উপকার হলো। শীঘ্রই বসতঘর নির্মাণ কাজে হাত দেবো।’

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র সভাপতি মাহফুজুল হক মনি ও সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁঞা জানান, এসোসিয়েশনের মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে গত ২১ এপ্রিল মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুস্থ্য পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের মানবিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত থাকবে।

 

No comments found


News Card Generator