close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মিয়ানমারের জাতীয় নির্বাচনে সহযোগিতার আশ্বাস মোদির

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
Modi Assures Support for Myanmar’s National Elections

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। বৈঠকে মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোদি।

গতকাল ৩১ তারিখ চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হয়েছে চীন-রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। মিয়ানমার এ জোটের সদস্য নয়, তবে অতিথি হিসেবে জোটের সম্মেলনে গিয়েছেন জেনারেল হ্লেইং

জোটের সদস্য। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আজ ১ সেপ্টেম্বর এক অবসরে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে নরেন্দ্র মোদি এবং জেনারেল হ্লেইং-এর মধ্যে।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, “বৈঠকে তারা উভয়েই ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায় শান্তি-স্থিতিশীলতা এবং বন্ধুত্ব, সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ডিসেম্বরের নির্বাচনে ভারতের পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল মিয়ানমার সফর করবে। নির্বাচনে মিয়ানমারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।”

মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু সেই নির্বাচনে কারচুপি হয়েছিল— অভিযোগ তুলে ২০২১ সালের ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন, বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি।

অভুত্থানের পরপরই মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির এমপি ও বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এখনও কারাগারে আছেন তারা।

এদিকে জান্তা ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে উস্কে উঠেছে গৃহযুদ্ধ। দেশটির বহু এলাকা থেকে সমারিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করেছে জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তাই বাধ্য হয়েই সম্প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জান্তাপ্রধান মিন অং হ্লেইং।

সূত্র : রয়টার্স

Aucun commentaire trouvé