close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মহেশপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ সময় ৪২ জনকে আটক করেছে -বিজিবি ৫৮ ব্যাটলিয়ন।..

Borhan Kabir avatar   
Borhan Kabir
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফ ৪২ জনকে পুশ ব্যাক দিয়েছে এর মধ্যে ১৯ জন শিশু।..

 

রিপোর্টার মো: বোরহান কবির: মহেশপুর, ঝিনাইদহ।


ঝিন্ইাদহের মহেশপুর ৫৮-বিজিবি কুশাডাংগা ও বেনীপুর সীমান্ত থেকে শিশু সহ ৪২ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করে।এদের  ভারতীয় ১৯৪ ব্যাটেলিয়ন বিএসএফ পুশ ব্যাক করে বলে বিজিবি জানিয়েছে।
 
বিজিবি সুত্রে প্রকাশ গত রবিবার বিকালে কুসুমপুর সীমান্তে ৫টি পরিবারের ৩৩ জন এবং বেণীপুর সীমান্তে একই পরিবারের ৯জন মোট ৪২জনকে পুশ ব্যাক করে এর মধ্যে ১৯ শিশু রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানিয়েছেন  উদ্ধার কৃতরা জানিয়েছে তারা ৮/১০ বছর আগে ভারতে যেয়ে বসবাস করে আসছে। ৫ টি পরিবার ছিলো গুজরাটে এবং একটি পরিবার ছিলো হরিয়ানায় রাজ্যে। হরিয়ানা বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে ১৯৪ বিএসএফের  কাছে হস্তান্তর করে। পরে তারা আজ বিকালে পুশ ব্যাক করে। বিজিবি জানায় তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Không có bình luận nào được tìm thấy