close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মহান মে দিবস উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলা শ্রমিকদলের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনটি আমাদের শ্রমিকদের ঐক্য, সংহতি ও ন্যায্য অধিকার অর্জনের প্রেরণা জোগায়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান মে দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ শনিবার ভালুকা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। সভার সঞ্চালনা করেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।

উক্ত সভায় ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ, ইউনিট পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মহান মে দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনটি আমাদের শ্রমিকদের ঐক্য, সংহতি ও ন্যায্য অধিকার অর্জনের প্রেরণা জোগায়। বক্তারা আরও জানান, মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Inga kommentarer hittades