close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মহান মে দিবস উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলা শ্রমিকদলের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনটি আমাদের শ্রমিকদের ঐক্য, সংহতি ও ন্যায্য অধিকার অর্জনের প্রেরণা জোগায়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান মে দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ শনিবার ভালুকা উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। সভার সঞ্চালনা করেন ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।

উক্ত সভায় ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ, ইউনিট পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মহান মে দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এই দিনটি আমাদের শ্রমিকদের ঐক্য, সংহতি ও ন্যায্য অধিকার অর্জনের প্রেরণা জোগায়। বক্তারা আরও জানান, মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Nessun commento trovato