চ্যাম্পিয়নস লিগের নিয়মিত দল ও ২০০৪ চ্যাম্পিয়নস লিগ জয়ী দল - এফসি পোর্ত। এই দলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রস্তুতি ভালো মতো সেড়ে ফেলেছে লিওনেল মেসির দল। যেখানে সবার থেকে অনেক বড় ভূমিকা রেখেছে লিওনেল মেসি।
প্রথমার্ধের ৭ মিনিটের মধ্যে পেনাল্টি পায় পোর্ত। সেখান থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগিহোয়া
গোল করে ১-০ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে দলটি। মেসি সুযোগ করে দিলেও সমতা ফেরাতে ব্যর্থ হন মায়ামির ফুটবলাররা৷
প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মায়ামি। গোল করেন ২২ বছর বয়সী ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়া। ৫৪ মিনিটে ডি বক্সের একটু বাহিরে ফ্রি কিক পায় মায়ামি। বরাবরের মতো ফ্রি কিক নিতে যান মেসি। যে ফ্রি কিক মেসির কাছে পেনাল্টির মতো, সেটা তিনি আরো একবার দেখালেন। অসাধারণ এক ফ্রি কিকে দলকে ২-১ গোলের লিড এনে দেয় এই ম্যাজিশিয়ান। অতিরিক্ত সময় ৯৮ মিনিট পর্যন্ত ম্যাচ গড়ালেও ম্যাচে ফিরতে ব্যর্থ হন ইউরোপীয়ান এই ক্লাবটি। দুই ম্যাচে এক জয় ও এক সমতায় চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস।