মেক্সিকোর মধ্যাঞ্চলের সড়কে মিললো দেহহীন ৬ মানবমাথা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি সড়ক থেকে দেহবিহীন ছয়টি মানবমাথা উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের সংযোগ সড়কে মাথাগুলো পাওয়া যায়।......

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এলাকাটি সাধারণত মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয়। তবে ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উদ্দেশে হুমকি লেখা ছিল। বার্তাটিতে ‘লা বারেদোরা’ (The Sweeper) নামের একটি গোষ্ঠীর স্বাক্ষর পাওয়া গেছে।

এ গোষ্ঠী পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের একটি ছোট সক্রিয় অপরাধী সংগঠন বলে জানা যায়। তবে এই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ এবং ঘটনাটি তদন্তাধীন। এদিকে মেক্সিকোর ফেডারেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।মানবমাথাগুলো উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Aucun commentaire trouvé