মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম শাকিল আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা গ্রামের মাঠে কাজ করছিল। সোমবার সকাল দশটার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে চাঁদপুর গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। পরে অভিযুক্ত শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে মেয়েটি বাবাকে গিয়ে এ বিষয়টি জানায়। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। বিকেলে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে ওই শিশুটিকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। এছাড়াও শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
کوئی تبصرہ نہیں ملا