ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত (২০ - ২৪ এপ্রিল ২০২৫) “দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহ” উপলক্ষে জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন।
এই বিশেষ সেবা সপ্তাহে মেদুয়ারী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখে। ইউনিয়নটি সরকার ঘোষিত টার্গেটের চেয়েও বেশি সংখ্যক দম্পতিকে দীর্ঘ মেয়াদি পদ্ধতিতে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। একইসঙ্গে সেবার মান, জনসচেতনতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কার্যকর মনিটরিং এবং স্বাস্থ্যকর্মীদের নিবেদিত প্রচেষ্টার ফলস্বরূপ এ সফলতা অর্জিত হয়।
একটি আনুষ্ঠানিক আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেদুয়ারী ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী এবং মাঠকর্মীদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেন।
পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই স্বীকৃতি ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নগুলোকে উদ্বুদ্ধ করবে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে আরও অগ্রগতি সাধিত হবে।