close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে মাদ্রাসা শিক্ষকের মরাদেহ উদ্ধার..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোল্যা মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় শেখ আল আজাদ (৬০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শেখ আল আজাদ চরবামুন্দী ইয়াছিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মধুখালী উপজেলার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের পিতা।

 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, ২৭ এপ্রিল সকালে শেখ আল আজাদ মাদ্রাসায় যান এবং ক্লাস শেষে দুপুরে বের হলেও আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চরবামুন্দী গ্রামের মো. রাসেল শেখ (৪০) কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল শেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং লাশ কোথায় পুঁতে রাখা হয়েছে তা জানিয়ে দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator