কিন্তু ফেরা হলো না দীর্ঘস্থায়ী। ফের ইনজুরি পেয়ে এবার আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।
বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। যেখানে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের ৪২তম ওভারে নিজের সপ্তম ওভার করতে এসে হঠাৎ করেই বাঁ পায়ে টান অনুভব করেন মুস্তাফিজ। সঙ্গে সঙ্গেই খোঁড়িয়ে খোঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
প্রথম ছয় ওভারে মুস্তাফিজ বল হাতে ছিলেন যথেষ্ট নিয়ন্ত্রিত। কোনো উইকেট না পেলেও দিয়েছেন একটি মেইডেন, খরচ করেছেন মাত্র ২৪ রান। তার বোলিংয়ে শ্রীলঙ্কান ব্যাটাররা ছিলেন সতর্ক। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে এমন চোট দলের জন্যই কেবল নয়, মুস্তাফিজের জন্যও বড় দুশ্চিন্তার বার্তা।
তবে এই বাঁহাতি পেসারের চোটের প্রকৃতি ঠিক কতটা গুরুতর, সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দলের ফিজিওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন তাকে। চোট গুরুতর হলে সামনের ম্যাচগুলোতে তার খেলা নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা।
বাংলাদেশ দলের বোলিং আক্রমণের বড় ভরসা মুস্তাফিজ, আর তাই তার এমন সময়ে ইনজুরি পাওয়া নিঃসন্দেহে হতাশার। এখন অপেক্ষা, পুরোপুরি স্ক্যান রিপোর্ট আসা পর্যন্ত। তখনই বোঝা যাবে—এই ইনজুরি শুধুই অল্প সময়ের যন্ত্রণাময় বিরতি, নাকি আবারও দীর্ঘ মাঠের বাইরে থাকার গল্প।