মাঠে চলছে আইপিএল৷ ফাইনাল, আসুন জেনে নেই প্রাইজমানি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আইপিএলের জন্মলগ্ন থেকেই মাঠ মাতিয়ে আসছে এই দুটি ফ্র্যাঞ্চাইজি। সমর্থকসংখ্যার দিক থেকে তারা শীর্ষেই রয়েছে। তবে ভাগ্য যেন একেবারেই সহায় হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও পাঞ্জাব কিংসের..

আরসিবি তিনবার ফাইনালে উঠেও একবারও শিরোপা ছুঁতে পারেনি। প্রতিবারই হতাশ হতে হয়েছে শেষ ধাপে এসে। এই তিন ফাইনালেই দলের নেতৃত্বে কিংবা মূল ভূমিকায় ছিলেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৬ সালের ফাইনালে তো জয়ের দোরগোড়ায় গিয়েও ট্রফি ফসকে যায় তাদের হাত থেকে।

অন্যদিকে, পাঞ্জাব কিংস ফাইনালে উঠেছে মাত্র একবার, তাও জয় ছুঁতে পারেনি। প্রথম আসর থেকেই দলটি দারুণ পারফর্ম করলেও, এখনো চ্যাম্পিয়নশিপ অধরাই রয়ে গেছে।

ফলে এবারের আইপিএল ফাইনালে নিশ্চিতভাবেই ইতিহাস গড়বে কোনো এক ‘অভাগা’ দল। কেউ একজন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে, যা দলটির কোটি ভক্তের জন্য হবে স্বপ্নপূরণের মুহূর্ত।

চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে মিলবে মোটা অঙ্কের প্রাইজমানি। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবার আইপিএল জয়ী দল পাবে ২০ কোটি রুপি। রানার আপ দল পাবে ১৩ কোটি রুপি। মোট প্রাইজমানির পরিমাণ ৪৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা থেকে শীর্ষ চার দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।

ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে:

সর্বোচ্চ রান সংগ্রাহক

সর্বোচ্চ উইকেট শিকারি

সেরা উঠতি খেলোয়াড়

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়

সেরা স্ট্রাইকরেটের ব্যাটার

সেরা ফ্যান্টাসি খেলোয়াড়

সর্বোচ্চ ছক্কার মালিক


২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪.৮ কোটি রুপি এবং রানার আপ দল পেয়েছিল ২.৪ কোটি রুপি। সেখান থেকে এখনকার প্রাইজমানির অঙ্ক বেড়েছে চার থেকে পাঁচ গুণেরও বেশি। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে গ্ল্যামার, উন্মাদনা আর পুরস্কারের ঝলক।

कोई टिप्पणी नहीं मिली