close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও দুটি মামলা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালতে মামলাগুলো দায়ের করা হয়।
জেলার রাঙ্গুনিয়ায় আট একর জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগে হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলা করেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাদী হারুন অর রশিদকে জোরপূর্বক তুলে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া সাবরেজিস্ট্রি অফিসে জমি লিখিয়ে নেওয়া হয়। মামলায় হাছান মাহমুদ, তাঁর মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ নয়জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী আজিম উদ্দিন তালুকদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, চাঁদা না পেয়ে দোকান থেকে দেড় লাখ টাকা লুট করার অভিযোগে হাছান মাহমুদসহ ৩৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন মো. ওসমান নামের এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকায় হাছান মাহমুদের নির্দেশে আসামিরা দোকানে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামিরা বাদীকে মারধর করে দোকান থেকে টাকা লুট করে নিয়ে যান। আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম আদালতে হাছান মাহমুদের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে।
لم يتم العثور على تعليقات