মাসিক সভায় বন্দর ইউ এন ওর ঘোষনা ২৫টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন ও অবৈধ দখলদার স্থায়ীভাবে উচ্ছেদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
****

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, জনদুর্ভোগ লাঘবে কয়েকদিনের মধ্যে বন্দর বাজার হতে ১নং খেয়াঘাট পর্যন্ত রাস্তার উপর অবৈধ দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদ, অবৈধ অটোষ্ট্যান্ড অপসারনসহ সিটি কর্পোরেশন ও ইউনিয়ন এলাকার গুরুত্বপূর্ণ স্তানে ২৫টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আসরাফুল ইসলাম,কৃষি কর্মকর্তা তাসলিমা বেগম,উপজেলা আবাসিক মিডিকেল অফিসার ডাঃ দীপু, প্রমুখ। সভায় এছাড়াও মাদক ও ইভটিজিং রোধে আইনি পদক্ষেপ, অবৈধ বালু উত্তোলন,গ্যাস সংযোগ,রাস্তার উপর ড্রজারের পাইপসহ অবৈধস্থাপনাসহ মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator