close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মানুষ চিনতে ভুল করেছি, জিয়াউর রহমানের আদর্শই বিএনপির টিকে থাকার পথ—গয়েশ্বর চন্দ্র রায়..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাপান থেকে বিএনপিবিরোধী বক্তব্য দেওয়া উপদেষ্টার দিকে ইঙ্গিত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা মানুষ চিনতে ভুল করেছি। জিয়াউর রহমানের আদর্শ না ধরলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।..

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা মানুষ চিনতে ভুল করেছি।” জাপান থেকে বিএনপিবিরোধী মন্তব্য করা এক উপদেষ্টাকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (৩১ মে) সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, “জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তা দেখে আমরা বিস্মিত। এমন কথা শুনে আমাদের বুঝতে হচ্ছে—মানুষ চেনার জায়গায় আমরা ভুল করেছি। দলের মধ্যে থেকেও কেউ কেউ যদি দলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সেটা গভীর আত্মবিশ্লেষণের সময় এনে দেয়।”

তিনি আরও বলেন, “১৯৯০ সালে ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় এসেছিল, সেটা ছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এবারও গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। এটা কোনো দলের একার লড়াই নয়, গোটা জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম।”

গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু সুবিধাভোগী ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বিএনপির অস্তিত্ব রক্ষা করতে হলে জিয়াউর রহমানের আদর্শই একমাত্র পথ।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “জিয়াউর রহমান ছিলেন প্রচারবিমুখ একজন রাষ্ট্রনায়ক। তিনি প্রচারের পেছনে ছুটতেন না, বরং তার কাজই ছিল এত বেশি প্রভাবশালী যে প্রচার নিজেই তাকে অনুসরণ করত। স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার রাজনীতি।”

তিনি আরও বলেন, “আজ যারা নিজেদের সুবিধার জন্য ইতিহাসকে বিকৃত করছে কিংবা নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উচিত হবে আয়নায় নিজেকে দেখা। জিয়াউর রহমানের দেখানো পথ ছাড়া বিএনপি বেঁচে থাকতে পারবে না।”

এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। গয়েশ্বর বলেন, “আজকের প্রজন্মকে বুঝতে হবে—গণতন্ত্র কোনো দান নয়, এটা আদায় করে নিতে হয়। আমরা সেটা আগেও পেরেছি, এবারও পারব ইনশাআল্লাহ।”

Nema komentara