close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মানিকগঞ্জ, সিংগাইরে গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে হামলা..

Md: Raju Molla avatar   
Md: Raju Molla
সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন।..

সিংগাইরে একটি গার্মেন্টস কোম্পানির সীমানা নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মৃত করম আলি বেপারির ছেলে মো. হারুন-অর-রশিদ (৫০), মো. হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), মো. মিজানুর রহমান (৪০) ও শামসুল আলম (৪২)।
এ ঘটনায় আহত মো. হারুন-অর-রশিদের ভাই সাবেক জামির্ত্তা ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী সহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।

জানা যায়, মো. হারুন-অর-রশিদ ও একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ব্লাজন লেবেল ফ্যাক্টরির সীমানা বাউন্ডারি নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন হারুন-অর-রশিদ ও সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত মিজানুর রহমান ও শামসুল আলমকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

Hiçbir yorum bulunamadı