close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মান্দায় তুচ্ছ ঘটনায় বিএনপি কর্মীকে মারপিট ও জখম

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গবিন্দপুর মধ্যপাড়া গ্রামে।
আহত কর্মী হলেন, উপজেলার প্রসাদপুর  ইউপির গোবিন্দপুর মধ্যপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলশাদ (৪৩)।..

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে মারপিট ও রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গবিন্দপুর মধ্যপাড়া গ্রামে।
আহত কর্মী হলেন, উপজেলার প্রসাদপুর  ইউপির গোবিন্দপুর মধ্যপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলশাদ (৪৩)।

অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী নাহিদ ইসলাম (২২), বিদ্যুৎ হোসেন (৪৫), আব্দুল আলিম (৫২), মখলেছুর রহমান (৪০), জেহের আলী (৫৫) ও আব্দুর রাজ্জাক (২৫) সহ অজ্ঞাতনামা ৩-৪ জন।
এঘটনায় আহত দেলশাদের ছেলে মাসুম রেজা থানায় বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ঘটনারদিন রাতে বাদীর চাচাতো ভাই মারুফ হোসেন  তারাবীর নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অভিযুক্তরা বাঁশের লাঠি, হাসুয়া, লোহার রড ও ছুরি দিয়ে চাচা শহিদুল ও মন্টু ইসলামকে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন। এসময় আহত দেলশাদ সতিহাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে তাকে মারপিট ও রক্তাক্ত জখম করে তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, এঘটনায় থানায় বাদী হয়ে আহতের ছেলে মাসুম রেজা একটি মামলা দায়ের করেছেন।

没有找到评论