close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মান্দায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা..

Al amin Shadin avatar   
Al amin Shadin
****



আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং তেঁতুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মকুল, মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক, মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উপদেষ্টা আব্দুল করিম, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বাবুল আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক প্রমুখ।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রম ও দলের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator