ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ভালুকা উপজেলার ৬নং ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়।
এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন।
সভায় অংশগ্রহণ করেন ভালুকা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। ঈদ পরবর্তী সময়ে এই আয়োজনের মাধ্যমে যেমন নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হয়, তেমনি আগামী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে কাজ করে এই সভা।
সভায় বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামত ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি রূপরেখা।”
তারা আরও বলেন, “এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। তিনি বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব এখন ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনগণকে প্রস্তুত করা।
তিনি আরও বলেন, “ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত আছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা তারেক রহমানের নেতৃত্বে বিজয় ছিনিয়ে আনব।”
সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবাই একযোগে বিএনপির ৩১ দফার পক্ষে মাঠে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ঈদ-পরবর্তী এই মিলনমেলায় রাজনৈতিক উজ্জীবন লক্ষ করা যায়।
ভালুকা ৬নং ইউনিয়নে এই কর্মসূচি বিএনপির তৃণমূল পর্যায়ে চেতনা জাগরণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেই ইঙ্গিত করে। আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি নতুন উদ্যম সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় পর্যবেক্ষকরা।