close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Despite facing a 100 million taka defamation case, NCP leader Sarjis Alam vows to stand firm against injustice, regardless of whether it comes from the ruling party or the opposition.

১০ কোটি টাকার মানহানির মামলার পরও পিছিয়ে না যাওয়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি বললেন, ক্ষমতাসীন বা বিরোধী—যে দলই হোক, অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন থাকবেন।

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হওয়ার পরও তিনি জানিয়ে দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি এক পা-ও পিছু হটবেন না।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সারজিস আলম বলেন, “আমার নামে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। কিন্তু এই মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—যে দলই অন্যায় করবে, আমরা ছাড় দেবো না।”

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের হতাশ করে। আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রকৃত প্রতিনিধিত্ব করে না। আগে এ্যানি ভাইয়েরা (বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতেন, যা দেখে আমরা অনুপ্রাণিত হতাম। কিন্তু আজ আমি যদি কোনো নেতার অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমার নামে মামলা হয়—এটা আমরা মেনে নেবো না।”

সারজিস আলম তার রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বলেন, “ডিবি অফিসে রুহুল কবীর রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার অভিজ্ঞতা আজও মনে আছে। সেসব দিনে আমরা অনেক সাহস নিয়ে ফিরতাম। কিন্তু আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানদের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে।”

তিনি আরও বলেন, “যদি সত্যিই আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ধরনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই।”

সারজিস আলমের এই বক্তব্য উপস্থিত যুবকদের মধ্যে উচ্ছ্বাস ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসী অবস্থানকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, মামলা-হয়রানি দিয়ে কোনো আদর্শবান নেতাকে দমিয়ে রাখা সম্ভব নয়।

コメントがありません