মাইক জনসনের নাটকীয় পুনর্নির্বাচন: স্পিকার পদে ট্রাম্পের সমর্থনে জয়!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মাইক জনসন পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় কংগ্রেসের ভোটাভুটিতে নানা না
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মাইক জনসন পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জনসন জয়ী হন। ট্রাম্প-সমর্থিত এই রিপাবলিকান নেতা দ্বিতীয় দফার ভোটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। খবর বিবিসির। প্রথম দফার ভোটাভুটিতে জনসন ২১৬ ভোট পেলেও স্পিকার পুনর্নির্বাচিত হতে ২১৮ ভোট প্রয়োজন ছিল। ডেমোক্রেটিক প্রার্থী হাকিম জেফরিস পান ২১৫ ভোট, আর অন্য প্রার্থীরা পান ৩ ভোট। রিপাবলিকান দলের তিনজন সদস্য জনসনকে ভোট না দেওয়ায় প্রথম রাউন্ডে তিনি জয়ী হতে ব্যর্থ হন। দ্বিতীয় দফার ভোটে শেষমেশ প্রয়োজনীয় ২১৮ ভোট পেয়ে স্পিকার হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেন জনসন। এসময় হাকিম জেফরিস পান ২১৫ ভোট, আর বাকি প্রার্থীরা পান মাত্র ১টি ভোট। শপথ গ্রহণের পর বিজয়ী ভাষণে জনসন বলেন, "গত চার বছরে জো বাইডেনের দুর্বল নেতৃত্ব আমাদের দেশকে বিপদে ফেলেছে। নতুন কংগ্রেস ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কাজ করবে।” উল্লেখ্য, ‘আমেরিকা ফার্স্ট’ হলো ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নীতি। ট্রাম্প তার সমর্থিত প্রার্থী জনসনের পুনর্নির্বাচনকে "যুক্তরাষ্ট্রের জন্য বিজয়” বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জনসনকে অভিনন্দন জানিয়ে বলেন, "জনসন হবেন সেরা স্পিকার, যার নেতৃত্বে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।” এদিকে, জনসনের নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক থাকলেও ট্রাম্পের সমর্থন পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার এই পদক্ষেপকে নতুন বছরে রিপাবলিকানদের ঐক্য ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জনসন ২০২৩ সালের অক্টোবরে প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এবার তার পুনর্নির্বাচন ভবিষ্যতে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
कोई टिप्पणी नहीं मिली