close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি হলেন শিক্ষানুরাগী ফজলুল কাদের..

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের আনোয়ারার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ফজলুল কাদের।

গত বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গলী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ রেজাউল করিম, মো. মানিক মিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষিক প্রতিনিধি মরজিয়া বেগম, অভিভাবক প্রতিনিধি মো. আলমগীর, মো. আরিফ উদ্দিন, মো. আজিজুল হক, শাপলা চক্রবর্তী, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি ইয়াছমিন আক্তার, প্রতিষ্ঠাতা সদস্য মো. ইদ্রিছ, দাতা সদস্য মো. জামাল ও পদাধিকার বলে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছবুরকে সদস্য সচিব করা হয়।

পরৈকোড়া মাহাতা এলাকার মো. ফজলুল কাদের বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে এমএসসি ডিগ্রী লাভ করেন। মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্যের দায়িত্বেও ছিলেন।

Aucun commentaire trouvé


News Card Generator