মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টি বন্য পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে উদ্ধারকৃত পাখিগুলোকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সারাদিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালামের নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইদা শিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাখি প্রেমিক সোসাইটি’-এর সদস্যরা। সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবুল হোসেনও অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানকালে দিঘীরপাড়, দুর্গানগর, শিয়ালউড়ি, হরসপুর বাজার, চৌমুহনী ও ধর্মঘর এলাকায় তল্লাশি চালিয়ে ৫টি ঘুঘু, ৫টি শালিক ও ২টি ডাহুক উদ্ধার করা হয়। এ সময় শিকারি সরঞ্জামও জব্দ করা হয়।
পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, “আমরা আজীবনের ঝুঁকি নিয়ে পাখি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। অনেক সময় আমাদের মূল্যায়ন করা হয় না, তবুও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।”
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাইদা শিমু জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও আটক রাখা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বলেন, “বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



















