মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকের মা আউলিয়া বেগমের মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবে'র ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এবং তিনি এক শোকবার্তায় উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, আমি উনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন উনাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
সোমবার (১৬ জুন) দুপুরে বাদ জোহর মাধবপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত আনুমানিক ৪টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আউলিয়া বেগম (৭৩) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি, ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী সাবেক মেম্বার হাজী সিদ্দিক মিয়া গত প্রায় ৯ বছর পূর্বে প্রয়াত হয়েছেন।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন মাধবপুর ইউএনও জাহেদ বিন কাসেম, থানার ওসি তদন্ত কবির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপির নেতা গোলাপ খান,সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম পাঠান পিন্টু, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও মরহুমার আত্নীয়-স্বজন সহ শত শত ধর্ম প্রাণ মুসলমান গণ।