মাধবপুরে এনসিপির উপজেলা কমিটি ও সংগঠক তারেককে অবাঞ্ছিত ঘোষণা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বিপ্লবী ছাত্র জনতা এনসিপির হবিগঞ্জ জেলা সংগঠক নাহিদ উদ্দিন তারেক ও একই সংগে হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।"

রবিবার (২২ জুন) বিকাল ৫টায় মাধবপুর উপজেলা গেইটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ও সাঈদ বোরহান উদ্দিন, বৈছাআ হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব সিরাজুল ইসলাম তানজিল, বৈছাআ হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান।

সঞ্চালনা করেন মাসুম মিয়া।বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সালমান, টি. আর. রিয়াজ, সিজান, জহিরুল, সৈয়দ রিয়াজ উদ্দিন, সৈয়দ ফরহাদ উদ্দিন, হাফেজ জাকারিয়া, রুবেল মিয়া, ওয়াসিম আকরাম, আব্দুল করিম প্রমুখ । 
আওয়ামী স্বৈরাচার, নাহিদ হাতিয়ার ; বয়কট বয়কট, নাহিদ বয়কট শ্লোগানে মুখরিত হয়ে উঠে মাধবপুর উপজেলা গেইট এলাকা।

Aucun commentaire trouvé