মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুরে এক বিশেষ অভিযানে এক কোটি দুই লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।"
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাই পণ্য পাচারের প্রস্তুতি চলছে—এমন সংবাদে সোমবার ১৭ নভেম্বর বিকেলে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়।"
পরে সন্ধ্যায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা পাওয়া যায়। গাড়িটিরও কোনো বৈধ কাগজপত্র না থাকায় এটিকে অবৈধ যান হিসেবে জব্দ করা হয়।"
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, মালামাল ও যানবাহনের কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধার করা জিরা ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য এক কোটি দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।"
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলবে।"
জনপ্রিয় সংবাদপত্র
×



















