মাধবপুরে আ'লীগ নেতা লোকমান গ্রেফতার

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এক আওয়ামী লীগ নেতা মো: লোকমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) সন্ধ্যায় মাধবপুর পৌরসভার গাবতলী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'
লোকমান মিয়া আদাঐর ইউনিয়নে'র গোয়ালনগর গ্রামের তারা মিয়ার ছেলে ও ওই ইউনিয়নে'র ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।'
মাধবপুর থানার ওসি  আব্দুল্লাহ আল মামুন জানান, লোকমান মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামি।'

Aucun commentaire trouvé


News Card Generator