মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে খরকা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা 
পিকন কুমার সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল প্রমূখ। 
 
অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
 
এ সময় বক্তারা বলেন, কৃষিখাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন দেশের গ্রামীণ জনগণ। এসব উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
 
এছাড়াও কৃষকদের পারিবারিকভাবে তরল জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি চর্চা প্রসারে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
 
পার্টনার কংগ্রেসে শতাধিক কৃষক ও সুধী জন  অংশ নেন।
 
Nenhum comentário encontrado