পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশ নেন।
অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বক্তব্য রাখেন আদার ভিটা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী ফারজানা আক্তার , চর পাকেরদহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, কড়ইচড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম হীরা প্রমুখ।
এ সময় অন্যান্য পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন এবং নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মাদারগঞ্জে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















