close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সরঞ্জাম এবং ছাতা বিতরণ অনুষ্ঠান ২০২৫। ..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
প্রধান অতিথি জনাব থোয়াইনু অং চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ ও 

বিশেষ অতিথি জনাব  মো: সিরাজুল ইসলাম, সদস্য সচিব, লামা উপজেলা যুবদল, ..

জনাব রোমেল ত্রিপুরা, জনাব যতিন্ত্র ত্রিপুরা প্রধান শিক্ষক আকিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অত্র প্রতিষ্ঠানের সুবিধাভোগি সদস্যরা ও অন্যান্য জনপ্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের 

প্রধান অতিথির বক্তৃতায় জনাব থোয়াইনু অং চৌধুরী অনষ্ঠানের আয়োজক ও সংগঠকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা ও সমাজসেবায় সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। আজকের আয়োজনে ৩২৩ জনকে বিভিন্ন শিক্ষা ও পুষ্টি উপকরণ বিতরণ ধারাবাহিক প্রক্রিয়ায় রেখে পিছনে পরা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে।

لم يتم العثور على تعليقات