দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নসশীপ ফাইনালে ব্যাট করতে নেমে এক অনন্য কীর্তির জন্ম দেন স্মিথ। ফাইনালে প্রথম ইনিংসে ফিফটি হাঁকিয়ে ছুঁয়ে ফেলেছেন লর্ডসে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড।
এখন স্টিভেন স্মিথ লর্ডসের ইতিহাসে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। ৫৭৫ রান নিয়ে তালিকার শীর্ষ স্থানে ছিলেন ওয়ারেন বার্ডসলি। ১৯০৯ থেকে ১৯২৬ পর্যন্ত পাঁচ টেস্টে এই রান করেছিলেন। তাকেই ছাড়িয়ে গিয়েছেন স্মিথ। তিনি এই রেকর্ড ছাড়িয়ে যান মাত্র ৬ ইনিংসেই।
লর্ডসে স্মিথের ইনিংসগুলো বরাবরই ছিল নজরকাড়া। ২০১৫ সালের অ্যাশেজে এই মাঠেই করেছিলেন তার ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংস, যা ছিল তার প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেন ৫৮ রান। ২০১৯ সালে অ্যাশেজে খেলেন ৯২ রানের ইনিংস। ২০২৩ সালের অ্যাশেজেও এই মাঠে করেন একটি দুর্দান্ত সেঞ্চুরি। সব মিলিয়ে লর্ডসে তার রান এখন ৫৯১, গড় ৫৯.১০।
সবমিলিয়ে ইংলিশ কন্ডিশন ও স্টেডিয়াম গুলো স্মিথের জন্য বিশেষ কিছু। ইংল্যান্ডের মাটিতে এটি স্মিথের ২৩তম টেস্ট ম্যাচ। লর্ডসে তার রান এখন ৫৯১, গড় ৫৯.১০।