লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নাম প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র।
লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আংশিকভাবে গঠিত এই কমিটিতে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে— সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রশিদুল হাসান লিংকন।
এই তথ্য নিশ্চিত করা হয় সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। ঘোষণাটি জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দপ্তরের কাছে পাঠাতে হবে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
যুবদলের কেন্দ্রীয় নেতারা জানান, লক্ষ্মীপুর জেলা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। সেখানে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, এবং বর্তমান কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দলের প্রতি আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে পাঠাব এবং লক্ষ্মীপুর জেলায় যুবদলের কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দেব।