close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লেমুয়া,দক্ষিণ চাঁদপুরে রাস্তায় গর্ত মেরামতে রাবিশ ব্যবহারে স্বস্তি,ছাত্রদল নেতা মামুন ভূঁইয়ার মানবিক উদ্যোগ..

Monsur Alam avatar   
Monsur Alam
লেমুয়া,দক্ষিণ চাঁদপুরে রাস্তায় গর্ত মেরামতে রাবিশ ব্যবহারে স্বস্তি,ছাত্রদল নেতা মামুন ভূঁইয়ার মানবিক উদ্যোগ..

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকার  মন্দিরের টেক থেকে আত্তার পুকুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অযোগ্য। বর্ষা ও ভারী যান চলাচলের ফলে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

‎এই অবস্থায় স্থানীয়দের কষ্ট লাঘবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেনী জেলা শাখার সম্মানিত সদস্য এবং লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া নিজ উদ্যোগে রাস্তাটির গর্তসমূহে ইটের গুড়ি (রাবিশ) ফেলে চলাচলের উপযোগী করে তোলেন। তাঁর এ উদ্যোগে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

‎স্থানীয়রা বলেন, “এই রাস্তায় চলতে গেলে অনেক কষ্ট হতো। মামুন ভাই নিজের উদ্যোগে যা করলেন, সেটা সত্যিকারের দেশপ্রেম ও জনসেবার নিদর্শন।”

‎প্রতিযোগিতা হোক ভালো কাজে,

‎প্রতিযোগিতা হোক মানব-কল্যাণে।

Inga kommentarer hittades


News Card Generator