close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লেবুর হালি ২০০ টাকা! রোজার শুরুতেই চড়া বাজারে দিশেহারা ক্রেতারা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রোজার শুরুর সঙ্গে সঙ্গে সুনামগঞ্জের জগন্নাথপুরে লেবুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে লেবুর দাম আকাশছোঁয়া, যার কারণে সাধারণ মানুষ পড়েছে বিপাকে।

সুনামগঞ্জের জগন্নাথপু..

বাজারে সাধারণত রোজার সময় লেবুর চাহিদা বেশি থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। ফজলু মিয়া নামে এক ক্রেতা বলেন, "রোজার একদিন আগেই বাজারে আগুন লেগেছে। আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।"

মাংস ও সবজির দামও বেড়েছে

বাজার ঘুরে দেখা গেছে, শুধু লেবু নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে গেছে। সোনালি মুরগির কেজি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকা আর লাল মোরগ ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

সয়াবিন তেলের সংকট

বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। ভোজ্যতেল নিয়ে চলছে কৃত্রিম সংকট বলে অভিযোগ করেছেন ক্রেতারা। পাইকারি বিক্রেতা রমিজ আলী বলেন, "আমাদের কাছ থেকে কম দামে কিনে আড়তদাররা বেশি দামে বিক্রি করে। তাই দাম বেড়ে যায়।"

ব্যবসায়ীদের বক্তব্য

সবজি ব্যবসায়ী শেরন ভাণ্ডারি বলেন, "লেবুর সংকট থাকায় আড়তদার থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম বাড়েনি।"

প্রশাসনের পদক্ষেপ

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সভা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিংও করা হচ্ছে।

ক্রেতাদের দাবি, প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে রোজায় নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়।

نظری یافت نشد