নিহত আরিফুল আদিতমারী উপজেলার টেপাটারি এলাকার বাসিন্দা। তিনি তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরবর্তীতে বুধবার বিকেলে স্থানীয়রা নদীর ধারে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে দিয়েছে। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিম বাজার সংলগ্ন জামবাড়ী এলাকায় নদীর ধারে আরিফুল ইসলাম ওরফে পিচতুল (২৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার..
לא נמצאו הערות