লালমনিরহাটে যাত্রীবাহী কোচ খাদে পড়ে ৫৫ যাত্রী আহত

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকালের দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বুদার বাশেঁরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুদার বাঁশের নামক স্থানে বাসটি দ্রুতগতিতে আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়। সোহানুর ইসলাম নামে ওই বাসে আসা আহত এক যাত্রী জানান, চোখে ঘুম নিয়ে বাসের চালক খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। মুস্তফিবাজার পার হয়ে বুদার বাশেঁর তল নামক স্থানে একটি দ্রুতগতিতে টার্নিং নিতে গেলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। আমার মাথা, হাতে ও পায়ে আঘাত লেগেছে। এসময বাসে আসা অনেক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। লালমনরিহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরি হোসেন চৌধুরী বলেনন, প্রায় ৫০ জনের উর্ধে বাস দুর্ঘটায় আহতদের নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সদর হাসপাতালে এখন শঙ্কামুক্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং উদ্ধার কাজ চালায়। বাসে নারী ও শিশিসহ অন্তত ৬০জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চালকের অসাবধানতার কারনেই এ দুর্ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Nessun commento trovato