close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে । 
অভিযুক্ত দলগ্রাম মাস্টারপাড়া এলাকার আতোয়ার রহমানের ছেলে ।
বুধবার (৩০ এপ্রিল) উপজেলার দলগ্রাম ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। মামলার পর পলাতক রয়েছেন আসামী মনিরুল ইসলাম।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন । এ সময় তার পরিবারের সদস্যরা বাড়ির পাশে হাঁস তাড়াতে গেলে সুযোগ বুঝে একই এলাকার মনিরুল ইসলাম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে । পরে বাড়ির লোকজনের প্রবেশের সময় বুঝতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনিরুল । 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম মালিক জানায়, অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
Geen reacties gevonden