close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ড

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া আগুনে তিনটি টিনের ঘর, ঘরের মূল্যবান আসবাবপত্র সহ নগদ ৮ লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
সোমবার (১২ মে ) রাত ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের কইটারী মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামাল হোসেন বলেন, ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সকল সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে প্রথমে পরিবারের সদস্যরা এবং পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
No comments found


News Card Generator