close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে ৬ ভারতীয় নাগরিক আটক

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন থেকে ৬ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা এবং তাদের আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন। গত বৃহস্পতিবার হাতীবান্ধা দইখাওয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।

আটকরা হলেন, নিজাম আহমেদ (৪৮), আব্দুল গফুর (৫৬), কিসমত আলী (৬৩), হাফিজা বেগম (৩৫), রহমত আলী (৩৫), নুরেজা বেগম (৪৫)।

ভারত থেকে আসা কিসমত আলী বলেন, আমি আসামের নাগরিক। ঘর পেয়েছি, আই কার্ড আছে,তবুও আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ 

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী ক্যাম্প কমান্ডার আবুল কাসেম বলেন, বিজিবি তাদের ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator