close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

লাল কার্ডের দেখা পেলো নেইমার জুনিয়র

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

ইঞ্জুরি ও নানান কারণে প্রায় বেশিরভাগ সময় মাঠের বাহিরে থাকতে হয় নেইমার জুনিয়র কে। ইঞ্জুরি কাঁটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে নেইমারকে দেখা যায় না এখন নিয়মিত। কার্লো আনচেলত্তির প্রথম এসাইনমেন্টের দলে নেওয়া হয়নি নেইমার'কে৷ ফিট নেইমার কে জাতীয় দলে দেখার আশা করেন এই মাস্টারমাইন্ড।

এরমাঝে আরো একবার খবরের শিরোনাম হয়ে  হাজির এই ব্রাজিলিয়ান। এইবার মাঠেই, ব্রাজিলের লীগের ১১ তম ম্যাচ ডে তে নেইমারকে দেখতে হলো লাল কার্ড। লাল কার্ড পাওয়ার কারণ, হাত দিয়ে গোল করা। ম্যাচের সময় যখন ৭৬ মিনিট, তখন এই ঘটনা ঘটে। টাফোগোর বিপক্ষে ম্যাচটা সান্তোস হেরে যায় ১-০ গোলে। 


ম্যাচের প্রথমার্ধের এক্সট্রা টাইমে ফাউল করে প্রথমত হলুদ কার্ড দেখেন তিনি৷ তারপর ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। সেই কার্ড পরিণত হয় লাল কার্ডে। গনজালো এস্কোবারের পাস ছিল বক্সের দিকে। বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়েই জালের দিকে ঠেলে দেন নেইমার।

ম্যাচের শুরুর একাদশেই ছিলেন নেইমার। দীর্ঘ সময় পর শুরুর একাদশে থেকে খেলতে নামেন তিনি। মাঝে বেশকিছু ম্যাচে মাঠে নেমেছিলেন সাবস্টিটিউট হিসেবে। বেটাফোগোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল বিশেষ কিছুই। যেখানে ম্যাচ টাকে রাঙানোর কথা, সেখানেই দেখতে হলো এমন পরিণতি।

Nema komentara