close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লাইভে এসে পদত্যাগের ঘোষনা দিলেন ইউপি চেয়ারম্যান।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৬:১৩ পিএম, ০৪ মে ২০২৫

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিগত দিনের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর গত ৩১ ডিসেম্বর ৩:৩০ মিনিটের সময় আমাকে অপহরণ করা হয়েছিল কিছু দু:স্কৃতিকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে। যার মধ্যে অন্যতম আমার একই বংশের লোক শাহীন তালুকদার,  সিদ্দিক মেম্বার।  বর্তমানে এই দুঃস্কৃতিকারীদের কারণে আমি পরিষদ চালাতে পারছি না। আমাকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মাধ্যমে হয়রানি করতেছে। চেয়ারম্যান থাকাকালীন আমি দল মত নির্বিশেষে সবার উপকারে কাজ করেছি। নিজের অর্থায়নে পরিষদের ভবন নির্মাণ সহ সকলকে আর্থিক সহযোগিতা করেছি।  আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে যদি আবার মনে হয় আমি আপনাদের কাছে আমি যোগ্য তাহলে আপনারা আমাকে ডাকলে পাবেন। আমি কুলাঙ্গারদের অত্যাচার সহ্য করতে না পেরে পদত্যাগ করলাম। উল্লেখ্য চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ঢাকা মহানগর উত্তরের রমনা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক । 

Hiçbir yorum bulunamadı


News Card Generator