close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় উপজেলা সদর ক্লিনিকে LAPM ক্যাম্প অনুষ্ঠিত

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ

কুতুবদিয়া উপজেলা সদর ক্লিনিকে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় LAPM ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (LAPM), প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (PPFP) ও মানসম্মত পরামর্শ সেবা প্রদান করা হয়।

দ্বীপাঞ্চলের অনেক নারীর মাঝে এখনো প্রাতিষ্ঠানিক প্রসব সেবা ও গর্ভধারণ সংক্রান্ত সঠিক ধারণার অভাব রয়েছে। দেখা যায়, অনেক মা প্রথম সন্তানের বয়স এক বছরের কম থাকতেই আবার গর্ভধারণ করছেন। এ পরিস্থিতি রোধে নিয়মিত LAPM ক্যাম্পের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও সেবা প্রদানে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডাঃ সৈকত বড়ুয়া জানান, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে প্রাতিষ্ঠানিক প্রসবের কোনো বিকল্প নেই। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এসব সেবা পাওয়া যাচ্ছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগেই এই সেবা সর্বত্র পৌঁছে দেওয়া সম্ভব।

No comments found