কুতুবদিয়ায় থানার বিশেষ অভিযানে মাদকসহ দুই যুবক গ্রেফতার..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক ॥ কুতুবদিয়া (কক্সবাজার)

কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, বড়ঘোপ ইউনিয়নের পবিত্র পাড়া এলাকায় মৃত মনমোহনের বসতঘরে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে শাহেদুল ইসলাম হামিম প্রকাশ শান্ত (১৯) ও মো. নাছিম মোরশেদ নাদিল (২২) নামের দুইজনকে আটক করে।

আটক শাহেদুল ইসলাম হামিম প্রকাশ শান্তের পিতা মো. এনাম ও মাতা সাদিয়া বেগম। অপর আটক নাছিম মোরশেদ নাদিলের পিতা মৃত মো. নাছির উদ্দিন ও মাতা রুজিয়া বেগম। তারা উভয়েই বড়ঘোপ ইউনিয়নের উত্তর অমজাখালী এলাকার বাসিন্দা।

তাদের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ৩০০ টাকা), একটি গাঁজা খাওয়ার কলকি, একটি গাঁজা কাটার কাঠ, একটি গাঁজা কাটার চাকু এবং ১০ গ্রাম তামাক পাতা (মূল্য ৩০ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতসহ মোট মূল্য ধরা হয়েছে ৩৩০ টাকা।

কুতুবদিয়া থানা পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে আলামতগুলো জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Keine Kommentare gefunden


News Card Generator