close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় TCV টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়ায় টাইকয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দেব, ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আলী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব শাহাবুদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, TCV টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ। এ টিকার মাধ্যমে শিশুরা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন,

 “সরকারের স্বাস্থ্যসেবার এ উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা বাড়াতে হবে।”

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে টিকা প্রদান করা হয়।

Комментариев нет


News Card Generator