close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় TCV টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়ায় টাইকয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দেব, ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আলী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব শাহাবুদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, TCV টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ। এ টিকার মাধ্যমে শিশুরা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন,

 “সরকারের স্বাস্থ্যসেবার এ উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা বাড়াতে হবে।”

 

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে টিকা প্রদান করা হয়।

Aucun commentaire trouvé


News Card Generator