close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎নিজস্ব প্রতিবেদক │ কুতুবদিয়া

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ আরব সিকদার পাড়ায় পুকুরে ডুবে ইশমাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎রবিবার (২৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশমাম ওই এলাকার মো. ইলিয়াছের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু আগে খেলাধুলার ফাঁকে পরিবারের অগোচরে ইশমাম বাড়ির পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Nenhum comentário encontrado


News Card Generator