কুতুবদিয়া থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের দুই ছাত্রলীগ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ মে) কুতুবদিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লেমশীখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতি বাপের পাড়া এলাকা থেকে ছাত্রলীগের ওই দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল কাদেরের ছেলে আব্দুল হাকিম উদ্দিন (১৮) ও আমির হোসেনের ছেলে কুতুবউদ্দিন (১৮)।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরমান হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”