বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩টায় কুতুবদিয়া উপজেলায় উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ মিছিলে ৫ দফা গণদাবি উপস্থাপন করা হবে। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যলেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, এ বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা হবে এবং শান্তিপূর্ণভাবে কার্যক্রম সম্পন্ন করা হবে।