‎কুতুবদিয়ায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পণ্য বর্জনের আহ্বান..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নজরুল ইসলাম, কুতুবদিয়া:

ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কুতুবদিয়ার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

‎মিছিলে অংশগ্রহণকারীরা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করে এবং ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের ইসরাইলি পণ্যের ডিলারশিপ ত্যাগ করে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।  

‎এক সংহতি সমাবেশে বক্তারা বলেন, "ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধ নির্বিশেষে হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল। বিশ্বনেতারা নীরব থাকলেও আমরা কুতুবদিয়ার মানুষ নিষ্ক্রিয় থাকব না।"  

‎স্থানীয় যুব সংগঠন ও ইসলামী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ইসরাইলের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তারা বলেন, "ইসরাইলের পণ্য কিনে আমরা অজান্তেই তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করছি। আমাদের বর্জনই হতে পারে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর বড় হাতিয়ার।"  

‎সমাবেশ শেষে ইসরাইল ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাবনা গৃহীত হয়। এছাড়া, স্থানীয় প্রশাসনের কাছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ভূমিকা জোরদারের দাবি জানানো হয়।  

Nenhum comentário encontrado


News Card Generator