কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাজেরা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ ধুরুং নয়াপাড়ার মৃত মুহিব উল্লাহর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) জ্বরে আক্রান্ত হলে স্থানীয় ধুরুংবাজারের এক প্রাইভেট চিকিৎসকের শরণাপন্ন হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা চললেও অবস্থার অবনতি হলে রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নেয়ার পথে বাঁশখালী পৌঁছালে তিনি মারা যান।
হাজেরা খাতুনের ছেলে নুরুন্নবী জানান, "মা'র অবস্থার অবনতি দেখে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চট্টগ্রাম নিতে বলেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হলো।"
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ বলেন, "ডেঙ্গুতে বয়স্ক ও শিশুরা বেশি ঝুঁকিতে থাকেন। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেয়া উচিত।"
উল্লেখ্য, কুতুবদিয়ায় গত দুই বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও এই প্রথম কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া গেল।